UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছাবাসীর জন্য অক্সিজেন সিলেন্ডার পাঠালেন এমপি বাবু

usharalodesk
জুলাই ৩, ২০২১ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় সম্প্রতি করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় প্রতিনিয়ত যেমন বাড়ছে আক্রান্তের সংখ্যা তেমনি আক্রান্ত মুমূর্ষ রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ইতোমধ্যে হাসপাতালে ১৫ বেডের করোনা ইউনিট চালু করা হলেও আক্রান্তের সংখ্যা বেশি হওয়ায় ১৫ বেডে সংকলন হচ্ছে না। মাঝে মধ্যে সরবরাহজনিত কারণে দেখা দেয় অক্সিজেন সংকট। এ অবস্থায় এলাকায় মুমূর্ষ রোগীদের জন্য ১০টি অক্সিজেন সিলেন্ডার পাঠিয়েছেন সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। সংসদ সদস্যের এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী। তবে এলাকার পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মুমূর্ষ কোভিড-১৯ রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য কোভিড হাসপাতালের প্রয়োজন। এক্ষেত্রে অনেকেই মতামত দিয়েছেন ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি সাধারণ রোগী ভর্তি বন্ধ করে সম্পূর্ণ কোভিড রোগীদের জন্য নির্ধারণ করা হোক। তা হলে সংকটময় এ পরিস্থিতিতে কোভিড রোগীরা কাঙ্খিত সেবা পাবে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার জানান, ১৫ বেডের একটি ইউনিটে কোভিড রোগীদের চিকিৎসা দিতে গিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে। যে হারে কোভিড রোগীর সংখ্যা বাড়ছে তাতে করে বর্তমান ৫০ শয্যার হাসপাতালটি শুধুমাত্র কোভিড রোগীদের জন্য ব্যবহার করা যায় কিনা বিষয়টি চিন্তা ভাবনা করে দেখা যাচ্ছে এবং এ ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, প্রাথমিকভাবে ১৫ বেডের অক্সিজেন ব্যাংক ও হাইফো নজেল ক্যানল স্থাপন করা হয়। কিন্তু সংক্রমনের হার বেড়ে যাওয়ায় ১৫ বেডে এখন সংকলন হচ্ছে না। চিকিৎসার জন্য অবকাঠামোগত কারণে হাসপাতালই হচ্ছে উপযুক্ত স্থান। অক্সিজেনের মজুদ বৃদ্ধি ও বেড সংখ্যা বাড়ানোর বিষয়টি কিভাবে সমন্বয় করা যায় এ বিষয়ে স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে যত দ্রæত সম্ভব এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে ইউএনও খালিদ হোসেন জানিয়েছেন।

(ঊষার আলো-আরএম)