পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার দেলুটিতে অনুপ মন্ডল (২৮) নামে এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে।
সোমবার (২৬ জুন) ভোরে বসতবাড়ীর পাশ থেকে তার গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। নিহত অনুপ মন্ডল উপজেলার দেলুটি ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের অনুক‚ল মন্ডলের ছেলে। নিহত অনুপ নিজ এলাকার ফুলবাড়ী হাটে মসলার ব্যবসা করতো। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, রোববার রাত সাড়ে ৯টার পর অনুপ আর বাসায় ফিরে আসেনি। সোমবার ভোরে বসতবাড়ী সংলগ্ন অশোক টিকাদারের জমির উপর তার গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। পরে সিনিয়র সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল সাইফুল ইসলাম ও ওসি রফিকুল ইসলাম সহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান, অনুপ একটা ভালো ছেলে, আমরা চাই পুলিশ দ্রুত তার হত্যাকারীকে সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসুক।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। সামাজিক এবং জায়গা জমি সংক্রান্ত অনুপের সাথে কারো কোন বিরোধ নাই। তবে ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে প্রথমে তাকে শ্বাসরোধ করে হত্যা করার পর জবাই করা হতে পারে বলে প্রাথমিক ধারণা করছি। আশা করছি খুব দ্রুত এ হত্যার ক্লু উদ্ধার করা সম্ভব হবে বলে থানা পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।