পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় র্যালি, আলোচনা সভা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্যদিয়ে যুব উৎসব উদযাপিত হয়েছে। সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) কম্পোনেন্ট-৩ প্রকল্পের আওতায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এ যুব উৎসবের আয়োজন করে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে এক বণার্ঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু।
বিশেষ অতিথি ছিলেন, মৎস্য অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মোঃ তোফাজউদ্দীন আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপ-প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রী, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, আব্দুল মান্নান গাজী, এসডিএফ প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী কাজল চন্দ্র দে। স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান।
বক্তব্য রাখেন, এসডিএফ এর ক্লাস্টার অফিসার নাসিম আহমেদ আনসারী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আঞ্চলিক অফিসার রফিকুল ইসলাম।