UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় স্যালো মেশিন বিতরণ

usharalodesk
মার্চ ২৯, ২০২৩ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার সিআইজি চাষীদের মাঝে স্যালো মেশিন বিতরণ করা হয়েছে।

মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নাধীন ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় উপজেলার গদাইপুর ও হরিদাসকাটী সিআইজি মৎস্য সমবায় সমিতির অনুকূলে সদস্যদের মাঝে ৪০টি স্যালো মেশিন বিতরণ করা হয়।

বুধবার (২৯ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।

স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান। উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা অসিত কুমার সরকার ও ক্ষেত্র সহকারী রণধীর সরকার।