পাইকগাছা প্রতিনিধি : কপিলমুনিতে ১ কেজি গাঁজাসহ শফিকুল গাজী (৩৫) কে গ্রেফতার করেছে পাইকগাছা থানা পুলিশ। ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রমতে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিকিকিনি খবর পেয়ে বুধবার (২৯ মার্চ) রাত ৯ টায় উপজেলার হরিঢালী ইউনিয়নের মামুদকাটি গ্রামের গফুর মোল্লার বাড়ির সামনের রাস্তায় অভিযান চালায় পুলিশ। এসময় সন্দেহ বশত একই গ্রামের মৃত্যু জরিপ গাজীর ছেলে শফিকুল গাজীকে গ্রেফতার করে তল্লাশি চালায় আভিযানিক দল। এ সময় তার নিকট একটি ব্যাগে থাকা পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করে।
সর্বশেষ এ ব্যাপারে পাইকগাছা থানায় ধৃত ব্যাক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা হয়েছে।
এ ব্যাপারে মাদক উদ্ধার টিমের সদস্য ও মামলার বাদী উপ-পুলিশ পরিদর্শক তাকবীর হোসেন বলেন, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলামের দিকনির্দেশনায় গোপন সংবাদে খবর পেয়ে সহকারী উপ-পুলিশ পরিদর্শক পলাশ ও মঞ্জুরুলকে সাথে নিয়ে মামুদকাটী গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বৃহষ্পতিবার (৩০ মার্চ) সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।