UsharAlo logo
বৃহস্পতিবার, ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছার গার্মেন্টস শ্রমিকের শ্রীপুরে রহস্যজনক মৃত্যু

koushikkln
জুলাই ২৮, ২০২২ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার এক গার্মেন্টস শ্রমিকের রহস্য জনক মৃত্যুর আড়াই মাস পর হত্যা মামলা হয়েছে। মৃতের ভাই বিপুল দাশ বাদী হয়ে গাজীপুর জেলার শ্রীপুর মডেল থানায় এ হত্যা মামলাটি করেছেন।

মামলা সূত্রে জানাগেছে, উপজেলার রামনাথপুর গ্রামের বিধান চন্দ্র দাশের ছেলে অরুপ কুমার দাশ (২৯) ২০২০ সাল থেকে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন কেওয়া পূর্বখন্ড সাকিনস্থ মক্কা মদিনা স্পিনিং মিলস লিমিটেড এ লাইন ম্যান হিসেবে কর্মরত ছিল। কর্মরত সূত্রে অরুপ কোম্পানির কোয়ার্টারে থাকতেন। গত ৬ মে রাত ১০টার দিকে অরুপ ডিউটিতে না যাওয়ায় তার সহকর্মী সাঈদ ও সাব্বির তাকে খোঁজা খুজি শুরু করে। এক পর্যায়ে গাইবান্ধা কলোনীর টিনসেড বিল্ডিং এর ১৪নং রুমে তার ঝুলন্ত দেহ দেখতে পায়। পরে কোম্পানির সহকারী ব্যবস্থাপক সাইফুল ইসলাম কোম্পানির কর্মকর্তাদের অবহিত করার মাধ্যমে শ্রীপুর থানা পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ ঝুলন্ত অবস্থায় অরুপের মৃতদেহ উদ্ধার করে।

এ ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যু হয়। যার নং- ২৪, তাং- ০৭/০৫/২০২২ ইং। পরবর্তীতে ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর অরুপের মৃত্যু নিয়ে তার পরিবারের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। তাদের ধারণা অরুপকে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ এক বা একাধিক ব্যক্তি তাকে শ^াসরুদ্ধ করে হত্যা করতে পারে। শেষমেষ অরুপের রহস্যজনক মৃত্যুর আড়াই পর তার ভাই বিপুল দাশ দাবী হয়ে অজ্ঞাতনামা আসামী করে গত ২২ জুলাই গাজীপুর জেলার শ্রীপুর মডেল থানায় হত্যা মামলা করেছে। যার নং- ২২, তাং ২২/০৭/২০২২ ইং।

এ ব্যাপারে অধিকতর তদন্ত পূর্বক মৃত্যুর রহস্য উন্মোচন সহ এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন অরুপের পরিবার।