পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬৯২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। যার মধ্যে চেয়ারম্যান পদে ৪৯, সাধারণ সদস্য পদে ৪৯২ ও সংরক্ষিত ইউপি সদস্য পদে ১৫১ জন প্রার্থী। বৃহস্পতিবার (১৮ মার্চ) মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দলীয় নেতাকর্মী, কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে তাদের মনোনয়ন জমা দেন।
রিটানিং কর্মকর্তা ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ জানান, ১নং হরিঢালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫, সাধারণ সদস্যপদে ৪৬ ও সংরক্ষিত সদস্য পদে ১২ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামী লীগের শেখ বেনজির আহমেদ বাচ্চু, বর্তমান ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজু, ইসলামী আন্দোলনের জিএম কামরুজ্জামান, এসএম জাকারিয়া ও গোলাম মোস্তফা। ২নং কপিলমুনি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬, সাধারণ সদস্য পদে ৪৮ ও সংরক্ষিত সদস্যপদে ১৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন-আওয়ামীলীগের বর্তমান চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, জাকের পার্টির শেখ ইফতেখার আল মামুন সুমন, ইসলামী আন্দোলনের আব্দুর রহমান, আছাদুল বিশ্বাস, মুজিবুর রহমান ও শেখ নাজমুল হোসেন। ৩নং লতা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪, সাধারণ সদস্য পদে ৪১ ও সংরক্ষিত সদস্যপদে ১৭ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, বর্তমান চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডল, ইসলামী আন্দোলনের অলি সরদার ও সনজিত সরকার। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান জানান-৪নং দেলুটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪, সাধারণ সদস্যপদে ৩৯ ও সংরক্ষিত সদস্যপদে ১৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, ভোলটন মন্ডল, সুপদ রায় ও দ্বিজেন্দ্রনাথ মন্ডল। ৫নং সোলাদানা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭, সাধারণ সদস্যপদে ৪৩ ও সংরক্ষিত সদস্য পদে ১০ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন-আওয়ামী লীগের আব্দুল মান্নান গাজী, বর্তমান ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, জাকের পার্টির ইয়াসিন আরাফাত, ইসলামী আন্দোলনের নূর ইসলাম গাজী, কুমদ রঞ্জন ঢালী, রবিউল ইসলাম ও এমএম আজিজুল হাকিম। উপজেলা সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ জানান-৬নং লস্কর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪, সাধারণ সদস্য পদে ৪৮ ও সংরক্ষিত সদস্য পদে ১৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, ননীগোপাল মন্ডল, এসএম শাফায়াত সরদার ও সাবেক চেয়ারম্যান আব্দুল করিম গাইন। ৭নং গদাইপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫, সাধারন সদস্যপদে ৪৯ ও সংরক্ষিত সদস্য পদে ১৭ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন-আওয়ামী লীগের শেখ জিয়াদুল ইসলাম জিয়া, বর্তমান চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, সাবেক চেয়ারম্যান কাজী আব্দুস সালাম বাচ্চু, প্যানেল চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটন ও শেখ সোহরাওয়ার্দী। উপজেলা নির্বাচন কর্মকর্তা কামালউদ্দীন আহমেদ জানান-৮নং রাড়লী ইউনিয়ন চেয়ারম্যান পদে ৩, সাধারণ সদস্যপদে ৪৭ ও সংরক্ষিত সদস্য পদে ২০ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন-আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বর্তমান চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ গোলদার ও শাহীন গাজী। ৯নং চাঁদখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬, সাধারণ সদস্য পদে ৭১ ও সংরক্ষিত সদস্য পদে ১৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন-আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান মুনসুর আলী গাজী, ইসলামী আন্দোলনের শফিকুল ইসলাম গাইন, প্যানেল চেয়ারম্যান আহসান উল্লাহ, মোস্তা গাউছুল হক, শাহজাদা মোঃ আবু ইলিয়াস ও মনিরুল ইসলাম। ১০ নং গড়ইখালী ইউনিয়নে চেয়ারম্যানপদে ৬, সাধারণ সদস্য পদে ৬০ ও সংরক্ষিত সদস্য পদে ১৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন-আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, প্যানেল চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু, ইসলামী আন্দোলনের ফারুক হোসেন, সাবেক চেয়ারম্যান গাজী মোস্তফা কামাল বন্ধন, শান্ত কুমার মন্ডল ও এ্যাডভোকেট এবিএম এনামুল হক। সম্ভাব্য প্রার্থীরা কোন প্রতিবন্ধকতা ছাড়াই উৎসবমুখর পরিবেশে মনোনয়ন দিয়েছেন বলে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানিয়েছেন। আজ শুক্রবার বিকাল সাড়ে ৩টায় প্রার্থীদের যাচাই-বাছাই, ২৪ মার্চ প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ও ১১ এপ্রিল ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
উষার আলো-এমএনএস