পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গত সোমবার (২৭ মার্চ) বিকেলে পাইকগাছা প্রশাসন উপজেলার পৌর বাজারে অভিযান চালায়।
পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের নির্দেশনায় নির্বাহী ম্যজিট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোঃ আরাফাত হোসেন সোমবার বিকালে পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মূল্যতালিকা না থাকায় ৩ মুদি ব্যবসায়ী ও একজন তরমুজ ব্যবসায়ীসহ ৪ ব্যবসায়ীকে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করেন।
এসময় উপস্থিত ছিলেন সার্ভেয়ার এসএম সারাফাত হোসেন।