UsharAlo logo
সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পাইকগাছায় অবৈধ স্থাপনা ভেঙ্গে দিল প্রশাসন

ঊষার আলো
এপ্রিল ১২, ২০২১ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় সরকারি জায়গার ওপর মৎস্য ব্যবসায়ীর নির্মাণাধীন অবৈধ স্থাপনা ভেঙ্গে দিল প্রশাসন। জানাযায়, উপজেলার বয়ারঝাঁপা গ্রামের আবুল বিশ্বাসের ছেলে মৎস্য ব্যবসায়ী নাজমুল বিশ্বাস (৩৫) সোলাদানা বাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারের সামনে সড়কের পাশে সরকারি জায়গার ওপর প্রশাসকের নির্দেশনা উপেক্ষা করে রাতের আঁধারে পাঁকা অবৈধ স্থাপনা নির্মাণ করছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক সোমবার (১২ এপ্রিল) দুপুরে সরেজমিন গিয়ে নির্মাণাধীন অবৈধ স্থাপনা ভেঙ্গে দেন। এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ফরিদ উদ্দীন।

(ঊষার আলো-এমএনএস)