পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় উপজেলা আইন-শৃংখলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে পৃথক দু’টি সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, ভোলার লাল মোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও এলাকার কৃতি সন্তান মোঃ রাসেলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, ওসি (অপারেশন) দেবাশীষ দাশ।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, রিপন কুমার মন্ডল, আবু জাফর সিদ্দিকী রাজু, গাজী জুনায়েদুর রহমান, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, খালেকুজ্জামান, মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার, জেলা আওয়ামী লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, সমাজসেবা অফিসার সরদার আলী আহসান, যুব উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল হক, সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ফরিদ উদ্দীন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ। সভায় করোনা সংক্রমন প্রতিরোধে মোবাইল কোর্ট জোরদার করা, ওয়াজ মাহফিল ও যজ্ঞ সহ ধর্মীয় অনুষ্ঠান সিমিত করা, জনসমাগম এড়িয়ে চলা, স্বাস্থ্যবিধি মেনে চলা, রমযানের দ্রব্য মূল্য স্বাভাবিক রাখা, পৌর এলাকার যানজট নিরসনে গুরুত্বপূর্ণ স্থান সমূহের স্থাপনা সরিয়ে নেওয়া, জিরোপয়েন্ট এলাকায় বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন, মাদক ও ধর্ষণ প্রতিরোধসহ আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।
(ঊষার আলো-এমএনএস)