UsharAlo logo
সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পাইকগাছায় উলুবুনিয়া বদ্ধ নদীর খনন কাজের উদ্বোধন

ঊষার আলো
মে ২, ২০২১ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার উলুবুনিয়া বদ্ধ নদী খনন কাজের উদ্বোধন করেছেন সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। তিনি শনিবার বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করার মাধ্যমে উপজেলার লতা ইউনিয়নের বদ্ধ উলুবুনিয়া নদী খনন কাজের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে সাথে নিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, সাবেক ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, আওয়ামী লীগনেতা প্রভাষক ময়নুল ইসলাম, শেখ ইকবাল হোসেন খোকন, গোলক বিহারী মন্ডল, ইউপি সদস্য বিশ্বজিৎ শীল, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, মৃগাঙ্গ বিশ্বাস, গৌতম রায়, জেলা ছাত্রলীগনেতা পার্থপ্রতীম চক্রবর্তী, ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি, রাশেদুজ্জামান রাসেল, শাহীন শাহ বাদশা, সালাউদ্দীন কাদের ও অহিদুজ্জামান।

(ঊষার আলো-আরএম)