UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছায় কমিউনিটিতে ন্যায় বিচারে প্রবেশাধিকার সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত

pial
অক্টোবর ২৯, ২০২২ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় কমিউনিটিতে ন্যায় বিচারে প্রবেশাধিকার সংক্রান্ত উপজেলা পর্যায়ে স্টেকহোল্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে উন্নয়ন সংস্থা নিজেরা করি এ সভার আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, মুক্তিযোদ্ধা রণজিৎ কুমার সরকার, প্রেসক্লাবের সভাপতি এফএমএ রাজ্জাক, সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, আইনজীবী চিত্তরঞ্জন সরকার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিজেরা করি সংস্থার মনিটরিং অফিসার পবিত্র সরকার।

জেলা প্রকল্প কর্মকর্তা নাসিমা খাতুনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ব্র্যাকের আছাদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আফজাল হোসেন, আনসার কমান্ডার আবু হানিফ ও নিজেরা করি’র রিনা রানী মন্ডল।

(ঊষার আলো-এফএসপি)