UsharAlo logo
সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পাইকগাছায় গণপরিবহন চালু করায় জরিমানা; যাত্রীদের ভাড়ার টাকা ফেরত

ঊষার আলো
এপ্রিল ১২, ২০২১ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় লকডাউনের মধ্যে সরকারি নির্দেশনা উপেক্ষা করে কিছু কিছু গণপরিবহন অতিরিক্ত ভাড়া নিয়ে ঢাকা ও খুলনা রুটে চলাচল করছে এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নির্দেশনায় সোমবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক পৌরসভার সরল বাজারস্থ পরিবহন স্ট্যান্ডে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় যাত্রীদের নিকট টিকিট বিক্রি কালে ঢাকাগামী একটি পরিবহনের ম্যানেজারকে হাতেনাতে ধরে ফেলেন। অপরদিকে সড়কে চেকপোষ্ট বসিয়ে খুলনা রুটের কয়েকটি বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন। এ সময় গড়ইখালী গ্রামের পাপিয়া বেগম নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানান, কিছু কিছু পরিবহন ঢাকায় যাচ্ছে শুনে আমি স্ট্যান্ডে এসে টিকিট কাটার সময় আমার কাছ থেকে টিকিট প্রতি ১২শ টাকা নেয়। যা অন্যান্য সময়ের চেয়ে দ্বিগুণ। খড়িয়া গ্রামের রহিমা বেগম অভিযোগ করেন, আমার ছেলে মোহাম্মদপুর থানায় চাকুরি করে। আমার কাছ থেকে ৩টি টিকিটের মূল্য হিসেবে সাড়ে ৩ হাজার টাকা নিয়েছে। পরিবহনের ম্যানেজার আমাকে মূল টিকিট না দিয়ে একটি চিরকুট দেয়। পরে প্রশাসনের চাঁপে পড়ে গণপরিবহনের শ্রমিকরা যাত্রীদের ভাড়ার টাকা ফেরত দিতে বাধ্য হয়। এছাড়া সরকারি নির্দেশনা উপেক্ষা করে গণপরিবহন চালু করায় পরিবহন ম্যানেজারকে জরিমানা করা হয়।

(ঊষার আলো-এমএনএস)