UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় গণহত্যা দিবস পালিত

usharalodesk
মার্চ ২৫, ২০২১ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় সকল শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল ৯টায় কপিলমুনি বধ্যভূমি স্মৃতি সৌধে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্র, থানা পুলিশ, পল্লী বিদ্যুৎ সমিতি ও মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠণের পক্ষ থেকে পুষ্পস্তাবক অর্পণ করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফিরাত ও দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা এবং সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু, স্বাধীনতা ও একুশে মঞ্চে ২শ মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত ব্লাকআউট কর্মসূচি পালন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে গণহত্যা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, আবুল কালাম আজাদ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রিজায়েত আলী, বৈজ্ঞানিক কর্মকর্তা শাওন আহমেদ, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, পুলিশ পরিদর্শক সঞ্জয় কুমার দাশ, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, রহিমা আক্তার শম্পা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, শিক্ষা অফিসার খান মোঃ আলমগীর, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার পোদ্দার, আনন্দ মোহন বিশ্বাস, শেখ ইকবাল হোসেন খোকন, মুক্তিযোদ্ধা শেখ জামাল হোসেন, আব্দুর রাজ্জাক মলঙ্গী, কাজী তোকারেম হোসেন টুকু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, প্রেমানন্দ রায়, বিপ্লব কান্তি বৈদ্য, জয়া রাণী রায়, শেফালী খাতুন, মৃদুল কান্তি দাশ, আশালতা খাতুন, প্রভাষক ময়নুল ইসলাম ও পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ।

(ঊষার আলো-এমএনএস)