UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পাইকগাছায় গাঁজাসহ আটক দুই যুবকের ৬ মাসের কারাদন্ড

ঊষার আলো
জুন ১৬, ২০২১ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় গাঁজাসহ আটক দুই যুবককে ৬ মাসের করে কারাদন্ড প্রদান করা হয়েছে। বুধবার (১৬ জুন) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী এবং ওসি এজাজ শফী যৌথভাবে অভিযান চালিয়ে কমলাপুর বাজার থেকে গাঁজাসহ গজালিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মশিউর রহমান (২০) এবং লক্ষ্মীখোলা গ্রামের মৃত গোলজার গাজীর ছেলে আলমগীর গাজী (২২) কে হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক দুই যুবকের প্রত্যেককে ৬ মাসের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন, পেশকার দীপংকর প্রসাদ মল্লিক।
(ঊষার আলো-এমএনএস)