UsharAlo logo
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছায় ছেলের বিরুদ্ধে পিতার সংবাদ সম্মেলন

ঊষার আলো
এপ্রিল ১৫, ২০২১ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় অপদার্থ ছেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে হতভাগা এক পিতা। উপজেলার চাঁদখালী ইউনিয়নের কালুয়া গ্রামের মোঃ কামরুর ইসলাম বৃহস্পতিবার দুপুরে পাইকগাছা প্রেসক্লাবে ছেলে মশিউর রহমানের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেন। তিনি বলেন, আমার দুইটি সন্তানের মধ্যে ছোট সন্তান মশিউর (২৭)। সে এলাকায় দীর্ঘদিন বিভিন্ন অপকর্ম ও অসামাজিক কার্যকালাপ করে আসছে। তার অপকর্মের কারণে পরিবার ও আত্নীয় স্বজন আমরা বারবার সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি। তাকে আমরা অনেকবার বুঝিয়ে ভালো করার চেষ্টা করেছি। কিন্তু সে তার অপকর্ম অব্যহত রেখেছে এবং আমাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আমরা পারিবারিক ভাবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে পরামর্শক্রমে সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমার পুত্র মশিউরের কোন অপকর্মের দায়ভার আমরা পরিবার থেকে বহন করবো না। সে নিজেই তার অপকর্মের দায়ভার গ্রহণ করিবে। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে এবিষয়টি এলাকাবাসী ও প্রশাসনকে অবহিত করেন।

(ঊষার আলো-এমএনএস)