UsharAlo logo
শনিবার, ২৮শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পাইকগাছায় জলবায়ু পরিবর্তন ও অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ 

koushikkln
জুলাই ২৫, ২০২২ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় স্থানীয় পর্যায়ের যুবদের নিয়ে দুই দিন ব্যাপী জলবায়ু পরিবর্তন ও অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার ও সোমবার (২৪-২৫ জুলাই) প্রেসক্লাব মিলনায়তনে হেলভেটাস এর অর্থায়নে সুশীলন ও ডরপ কর্তৃক বাস্তবায়িত পানিই জীবন ফেইজ-০৩ প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান।

উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। প্রশিক্ষণ সঞ্চালনা করেন, পানিই জীবন প্রকল্পের আওতায় সুশীলনের প্রজেক্ট ম্যানেজার কাজী তোবারক হোসেন, ফিন্যান্স অফিসার সঞ্জয় কুমার পাল, হেলভেটাস বাংলাদেশের টেকনিক্যাল অফিসার মুসরাত হাসান ইমন, ডরপ এর উপজেলা সমন্বয়কারী আবু সায়েম হোসেন, সহ টেকনিক্যাল অফিসার তাপস কুমার দাশ ও কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আরিফুননেসা শিলা। প্রশিক্ষণে গদাইপুর ও গড়ইখালী ইউনিয়নের যুব প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।