UsharAlo logo
মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

pial
জুলাই ২৩, ২০২২ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শনিবার (২৩ জুলাই) সকালে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, ইউআরসি ইন্সট্যাক্টর ঈমান আলী, পল্লী স য় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, উপ-সহকারী প্রকৌশলী আল-মামুন, এসআই মোস্তাফিজুর রহমান ও প্রেসক্লাবের সভাপতি এফএমএ রাজ্জাক।

(ঊষার আলো-এফএসপি)