UsharAlo logo
শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত

usharalo
মার্চ ৭, ২০২১ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। দিবসটি উপলক্ষে রবিবার (০৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ পুলিশের ডি-সার্কেল, থানা পুলিশ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্র, পল্লী বিদ্যুৎ সমিতি, সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, প্রেসক্লাব, মফস্বল সাংবাদিক ফোরাম, সরল দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দি রাইজিং সান প্রি-ক্যাডেট হাইস্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক ও পুষ্পমাল্য অর্পন করার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি বিন¤্র শ্রদ্ধা জানানো হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) হুমায়ুন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, উপ-পরিচালক মোঃ কামরুল হক, ওসি এজাজ শফী, ওসি (তদন্ত) আশরাফুল আলম, ওসি (অপারেশন) দেবাশীষ দাশ। উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গী, আব্দুল গফুর, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, খালেকুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার পোদ্দার, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজায়েত আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, শিক্ষা অফিসার খান মোহাঃ আলমগীর, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, সমবায় কর্মকর্তা, বেনজির আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা অবাইদুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্যাক্টর মাহবুবুর রহমান, আশালতা খাতুন, কাউন্সিলর শেখ মাহবুবুর রহমান রনজু, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি ও শিক্ষার্থী জিনিয়া আক্তার। অপরদিকে দিবসটি উপলক্ষে পাইকগাছা সরকারি কলেজ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও থানা পুলিশ পৃথক আলোচনা সভা সহ নানা কর্মসূচির আয়োজন করে।