UsharAlo logo
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পাইকগাছায় পৃথক দুটি বাল্যবিবাহ : মেয়ের পিতা ও ছেলেকে জরিমানা

ঊষার আলো
জুলাই ৩, ২০২১ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় পৃথক দুটি বাল্যবিবাহের ঘটনায় মেয়ের পিতা ও ছেলেকে জরিমানা করা হয়েছে। গত শুক্রবার উপজেলার হরিঢালী ও নোয়াকাটি গ্রামে পৃথক এ বাল্যবিবাহের ঘটনা ঘটে। হরিঢালী ইউনিয়নের নোয়াকাটি গ্রামের গৌরাঙ্গ বিশ্বাস তার অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে ডুমুরিয়া উপজেলার তৈয়েবপুর গ্রামের পঞ্চানন বিশ্বাসের ছেলে সমীর বিশ্বাসের সাথে আনুষ্ঠানিকভাবে বিবাহ দেন। অপরদিকে হরিঢালী গ্রামের জনৈক ব্যক্তির ছেলে পার্শ্ববর্তী শ্যামনগর গ্রামের জনৈক ব্যক্তির অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে প্রেমজ সম্পর্কের সূত্র ধরে বিয়ে করে। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ শাহরিয়ার হক, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাপ হোসেন মুকুল এবং আনসার কমান্ডার আবু হানিফকে সাথে নিয়ে মেয়ের পিতা ও ছেলেকে আটক করেন। পরে মোবাইল কোর্টের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হক পৃথক দুটি বাল্যবিবাহের ঘটনায় মেয়ের পিতাকে ৫ হাজার ও ছেলেকে ৭ হাজার টাকা জরিমানা করেন।

(ঊষার আলো-আরএম)