UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছায় মফস্বল সাংবাদিক ফোরামের বিজয় শোভাযাত্রা

koushikkln
ডিসেম্বর ১, ২০২২ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে ৬ষ্ঠ বিজয় শোভাযাত্রা করা হয়েছে। বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) সকালে সংগঠনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

এরপর শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ফোরামের উপজেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল আজিজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এন ইসলাম সাগর এর সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রনজু, কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, প্রাক্তন অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম। উপস্থিত ছিলেন, ফোরামের সহ-সভাপতি এসএম আলাউদ্দীন সোহাগ, তৃপ্তি রঞ্জন সেন, আলাউদ্দীন রাজা, বি সরকার, নিসচা’র সভাপতি এইচএম শফিউল ইসলাম, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, ওয়ালটন প্লাজার ম্যানেজার জাবের হোসেন, এসআইবিএল ব্যাংক কর্মকর্তা দেলোয়ার হোসেন, সন্তোষ কুমার সরদার, সাংবাদিক নজরুল ইসলাম, ইমদাদুল হক, জিএ গফুর, ¯েœহেন্দু বিকাশ, আবুল হাশেম, পূর্ণ চন্দ্র মন্ডল, বদিয়ার রহমান, অমল মন্ডল, নিজাম উদ্দীন, অতিথি মোবাইল কর্ণারের সুদেব দাশ, প্রভাষক বজলুর রহমান, ফরিজুল ইসলাম, আব্দুস সামাদ, নাজমা কামাল, শেখ জুলি, রাবেয়া খাতুন, লিমা খাতুন, মিনারুল ইসলাম, মাসুম বিল্লাহ, বাবু গাজী, ফারুক হোসেন, সুমন কুমার দে, তাহারুল ও হারুন। প্রতিষ্ঠা বার্ষিকীতে সার্বিক সহযোগিতা করেন ওয়ালটন প্লাজা ও অতিথি মোবাইল কর্ণার।