UsharAlo logo
শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছায় মা ইলিশ সংরক্ষণ অভিযান অব্যাহত

koushikkln
অক্টোবর ৮, ২০২২ ১১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় মা ইলিশ সংরক্ষণ অভিযান অব্যাহত রেখেছে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। সরকার ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষে আইন করে। এ আইনের আলোকে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজার জাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দন্ডনীয় অপরাধ। উপজেলার সোলাদানাস্থ শিবসা এবং দেলুটীসহ এলাকার দু’একটি নদীতে ইলিশ আহরণ করা হয়। পাশাপাশি হাট-বাজার গুলোতে বিক্রয় করা হয় ইলিশ।

এদিকে মা ইলিশ সংরক্ষণ অভিযানের নির্দিষ্ট ২২ দিনের মধ্যে ইলিশ আহরণ থেকে শুরু করে হাট-বাজার গুলোতে ইলিশ বিক্রয় না হয় এ জন্য সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় অভিযান অব্যাহত রেখেছে। অভিযানের মধ্যে রয়েছে, লিফলেট ও পোষ্টার বিতরণ, ব্যানার স্থাপন, নদী ও হাট-বাজার গুলোতে মোবাইল কোর্ট পরিচালনা সহ অন্যান্য সচেতনতামূলক কর্মসূচী। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ৭ অক্টোবর থেকে অভিযান শুরু করেছে। যা আগামী ২৮ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে। ইতোমধ্যে শিবসা নদী, পৌর বাজার, কপিলমুনি ও কাশিমনগর বাজার সহ বিভিন্ন হাট-বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। পাশাপাশি জেলে পল্লীগুলোতে সচেতনতামূলক লিফলেট পোষ্টার ও ব্যানার স্থাপন করা হয়েছে।