পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে পৃথক পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ আগস্ট) বিকালে উপজেলার লস্কর ইউনিয়ন পরিষদ চত্বরে লস্কর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ এ আলোচনা সভার আয়োজন করে।
স্বেচ্ছাসেবক লীগ নেতা ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা শেখ মোঃ আবু হানিফ। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এমএম আজিজুর রহমান রাসেল। বিশেষ অতিথি ছিলেন লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, গদাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিভূতি ভূষণ সানা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন। বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ ওয়াহিদুজ্জামান, সেবানন্দ রায়, সুজন রায়, প্রভাষক জাহাঙ্গীর হোসেন, মনোজ মন্ডল, পলাশ রায়, বাশারুল ইসলাম বাচ্চু, উজ্জ্বল মন্ডল, অসিত মন্ডল, বি সরকার, ছাত্রনেতা নিত্যনন্দ দাস, মৃনাল কান্তি বাছাড়, পার্থ প্রতিম চক্রবর্তী, শেখ মোঃ রাসেল, রায়হান মুন্না, ফাইমিন সরদার।
এর আগে সকালে গড়ইখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গড়ইখালী বাজারে মোঃ গাউসুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা রুহুল আমিন বিশ্বাস, এসএম আয়ুব আলী, গাজী মিজানুর রহমান, হামিম কবির। অনুরূপ ভাবে সন্ধ্যায় চাঁদখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।