পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য প্রতিপাদ্য বিষয় নিয়ে যাত্রা শুরু করলো পাইকগাছা অক্সিজেন ব্যাংক। সোলাদানা ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হকে সার্বিক তত্বাবধায়নে ১২টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে এলাকার কোভিড রোগীদের জন্য স্থাপন করা হলো পাইকগাছা অক্সিজেন ব্যাংক।
সোমবার (১২ জুলাই) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অক্সিজেন ব্যাংক এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, প্যানেল মেয়র এসএম তৈয়েবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি এফএমএ রাজ্জাক, কাউন্সিলর এসএম ইমদাদুল হক, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, ইউপি সদস্য ঠাকুর দাশ সরদার, আবুল কাশেম ও রাজিব মাহমুদ রকি।