পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : সাবেক হুইপ ও খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম মোস্তফা রশিদী সুজা’র ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে দলীয় কার্যালয়ে পাইকগাছা উপজেলা ছাত্রলীগ এ কর্মসূচির আয়োজন করে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক আফি আজাদ বান্টি। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইমিন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রলীগনেতা রাফেজ ইসলাম, বাঁধন হাসান, ছাত্রলীগনেতা আরিফ আহম্মেদ জয়, আবির আক্তার আকাশ, তাজুল ইসলাম, মুক্ত অধিকারী, রিপন রায়, নাঈম ইসলাম, রাম কৃষ্ণ বাছাড়, ইমরান বিশ^াস, সংগ্রাম আচার্য, মেহেদী হাসান, শাহীন আলম, রিমেল, সুমন, সোহেল, রনি, আশরাফুল, সাজু, রিয়াজুল, আরাফাত, জয়, রাসেল, সৌরভ, রাজু, লিটন, টুটুল ও রায়হান। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ হেকমত আলী।