UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পাইকগাছা থেকে যুবক নিখোঁজ 

koushikkln
নভেম্বর ১৯, ২০২২ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা( খুলনা) প্রতিনিধি : পাইকগাছা থেকে জয় ব্যানার্জী(২১) নামে এক যুবক হারিয়ে গেছে। সে পাশ্ববর্তী তালা উপজেলার খেশরা ইউনিয়নের  রাজাপুর (মেশারডাঙ্গা) গ্রামের সুদর্শন ব্যানার্জী ও চম্পা ব্যানার্জী’র ছেলে। নিখোঁজ এর পরিবার জানিয়েছে জয় মানসিক ভাবে অসুস্থ।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পাইকগাছা পৌরসদরের  জিরোপয়েন্ট এলাকা থেকে  সে হারিয়ে যায়। মানসিক ভাবে অসুস্থ হলেও জয় নাম-ঠিকানা বলতে পারে বলে তার মা চম্পা জানান। তার উচ্চতা ৫ ফুট, গায়ের রং শ্যামলা, পরণে ছিল লাল শার্ট এর উপর  মশে রং শীতের টুপি ওয়ালা শুয়েটার (হুডি)। অনেক খোজাখুজি করে তাকে পাওয়া না যাওয়ায়  তার পরিবারের পক্ষ থেকে লিখিতভাবে বিষয়টি থানা পুলিশ কে অবহিত করা হয়েছে। যদি কেউ তার সন্ধ্যান পায় তাহলে তার পরিবার ও থানা পুলিশের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। যোগাযোগের  মোবাইল নম্বর: ০১৩২০১৪০৩২৬ (পাইকগাছা থানা), ০১৭৩৪৮৭৮৯১৫ (সুনিল ব্যানার্জী), ০১৯২২৩০৪৭০৪ (নীল)।