UsharAlo logo
শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছা পৌরসভার নবনির্বাচিত পরিষদের প্রথম মাসিক সভা

ঊষার আলো
মার্চ ২৫, ২০২১ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা পৌরসভার নবনির্বাচিত পরিষদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৪ মার্চ) সকালে পৌর ভবনে মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, ওসি এজাজ শফী, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, আওয়ামী লীগনেতা শেখ বেনজির আহমেদ বাচ্চু, জেলা যুবলীগ নেতা জসিম উদ্দীন বাবু, শামীম সরকার, হারুনুর রশীদ, কাউন্সিলর আলাউদ্দীন গাজী, অহেদ আলী গাজী, মোঃ আব্দুল গফফার মোড়ল, এসএম তৈয়েবুর রহমান, রবি শংকর মন্ডল, কামাল আহমেদ সেলিম নেওয়াজ, শেখ মাহবুবুর রহমান রনজু, ইমরান সরদার, এসএম এমদাদুল হক, রাফেজা খানম, কবিতা দাশ, আসমা আহমেদ, পৌর সচিব লিয়াকত আলী, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি। সভায় কাউন্সিলরদের সমর্থনে শেখ মাহবুবুর রহমান রনজু প্যানেল মেয়র-১, এসএম তৈয়েবুর রহমান প্যানেল মেয়র-২ ও কবিতা দাশ প্যানেল মেয়র-৩ নির্বাচিত হন। অনুষ্ঠানের শুরুতেই পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে নবনির্বাচিত মেয়র কাউন্সিলরবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

(ঊষার আলো-এমএনএস)