UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছা পৌরসভার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

usharalodesk
ফেব্রুয়ারি ৬, ২০২৩ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি : নানা আয়োজনের মধ্যে দিয়ে পাইকগাছা পৌরসভার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১ ফেব্রুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি টানা ৬ দিন খেলাধুলাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (৬ ফেব্রুয়ারি) কর্মসূচির শেষ দিনে কেককাঁটা, আলোচনা সভা ও ফুটবল মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, ওসি জিয়াউর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, পৌরসভা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোস্তফা কামাল জাহাঙ্গীর, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক হাদিসুজ্জামান, এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপক সজিব শেখ, উপজেলা কমিউনিটি পুলিশিং ইউনিটের সভাপতি দাউদ শরীফ।

উপস্থিত ছিলেন, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ, আলাউদ্দীন গাজী, অহেদ আলী গাজী, আব্দুল গফফার মোড়ল, রবি শংকর মন্ডল, কামাল আহমেদ সেলিম নেওয়াজ, ইমরান সরদার, এসএম ইমদাদুল হক, আসমা আহমেদ, রাফেজা খানম, ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন, ফাতেমা তুজ জোহরা রূপা, নাজমা কামাল, ছাত্রলীগনেতা সাব্বির হোসেন, রায়হান পারভেজ রনি। উল্লেখ্য, ১৯৯৭ সালের পহেলা ফেব্রুয়ারি পাইকগাছা পৌরসভা প্রতিষ্ঠিত হয়।