পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : আগামী মৌসুমের শুরু থেকে পৌরসভার ৩ ও ৫নং ওয়ার্ড লবণ পানি মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছেন এলাকাবাসী। লবণ পানি উত্তোলন বন্ধ ও মিষ্টি পানির কৃষি চাষ ব্যবস্থাপনা বাস্তবায়নের লক্ষে এলাকাবাসী আজ (শনিবার) সকালে সরল খাঁ যুব সংঘ কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করে।
প্রাক্তন অধ্যাপক এসএম লোকমান হেকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, কাউন্সিলর মোঃ আব্দুল গফফার মোড়ল, এ্যাডঃ এসএম মুজিবর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, স ম আব্দুর রব, মাওঃ আব্দুল মান্নান, হাবিবুর রহমান, আব্দুল্লাহ সরদার, মোশাররফ সরদার, মিজানুর রহমান, ইব্রাহীম খলিল উল্লাহ, আশরাফুল ইসলাম টুটুল, আব্দুর রহিম, আব্দুস সালাম সরদার, মাসুদ রানা, ফয়সাল রানা, আতিয়ার রহমান, শামীম হোসেন, নাসির উদ্দীন, নজরুল গাজী, নবাব গাজী, সিরাজ উদ্দীন, হাসানুর রহমান ও আজাজুর রহমান।
সভায় উপজেলা প্রশাসনের সিদ্ধান্তের সাথে একত্বতা পোষণ করে আগামী ডিসেম্বর-জানুয়ারীতে মৌসুমের শুরু থেকে পৌরসভার ৩ ও ৫নং ওয়ার্ডের সরল এবং বান্দিকাটী এলাকায় লবণ পানি উত্তোলন বন্ধ করে মিষ্টি পানির মৎস্য ও কৃষি ফসল উৎপাদনের সিদ্ধান্ত নেয় এলাকাবাসী।
সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষে সভায় কাউন্সিলর আব্দুল গফফার মোড়লকে সভাপতি, কাউন্সিলর রবি শংকর মন্ডলকে সহ-সভাপতি ও এসএম মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়। সভায় গৃহিত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষে অত্র এলাকায় বিদ্যুতায়ন এবং পৌরসভার সীমান্তের রাস্তা টেকসই করার জন্য স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, পৌরসভা ও পল্লী বিদ্যুৎ সমিতির সহযোগিতা কামনা করেন এলাকাবাসী।
(ঊষার আলো-আরএম)