পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা প্রেসক্লাবের এক প্রতিবাদ সভা বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি এডভোকেট এফএমএ রাজ্জাককে একটি মামলায় ষড়যন্ত্রমূলক আসামি করায় এ প্রতিবাদ সভা করেন সাংবাদিকরা।
সভায় সাংবাদিকরা অবিলম্বে মামলা থেকে প্রেসক্লাব সভাপতি এফএমএ রাজ্জাককে অব্যাহতি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
সভায় এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।
সহ সভাপতি তৃপ্তি রঞ্জন সেন এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন ইসলাম সাগরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাবেক সভাপতি জিএ গফুর, কোষাধ্যক্ষ এস এম বাবুল আক্তার, স্নেহেন্দু বিকাশ, বি সরকার, রবিউল ইসলাম, এম আর মন্টু, নজরুল ইসলাম, ইমদাদুল হক, প্রমথ রঞ্জন সানা, আলাউদ্দিন রাজা, আব্দুর রাজ্জাক বুলি, আবুল হাশেম, অমল মন্ডল ও বদিয়ার রহমান।