UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতিতে সভাপতি জাকির, সম্পাদক মিঠু

koushikkln
জানুয়ারি ৩০, ২০২২ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার ঐতিহ্যবাহী মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিষদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফল অনুযায়ী মোঃ জাকির হোসেন আনারস প্রতীকে ১৪১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী আব্দুল জব্বার ছাতা প্রতীকে পান ১৪০ ভোট। বাতিল হয় ৯ ভোট।

রবিবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দুই সভাপতি প্রার্থীর ভোট গনণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, প্রধান নির্বাচন কর্মকর্তা ও উপজেলা সমবায় অফিসার বেনজির আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, নির্বাচন কর্মকর্তা কামাল উদ্দীন আহমেদ, সহকারী মৎস্য অফিসার এসএম শহীদুল্লাহ, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, এ্যভোকেট সমীর কুমার বিশ^াস, শেখ আবুল কালাম আজাদ, সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সন্তোষ কুমার সরদার, সভাপতি প্রার্থী আব্দুল জব্বার ও জাকির হোসেন।

উল্লেখ্য শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত নির্বাচনে ২৯৯ জন ভোটারের মধ্যে ২৯০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী অন্যান্য নির্বাচিতরা হলেন সহ-সভাপতি আব্দুল্লাহ গাজী (কলস) ১৫৫, সম্পাদক ওবায়দুল হক মিঠু (বিনাপ্রতিদ্বন্দিতায়), কোষাধ্যক্ষ হারুন-অর-রশিদ (ফুটবল) ১৭৬, সদস্যরা হলেন-আবজালুর রহমান (কাপরিরিচ) ১৬৮, মালেক গাজী(মোটরসাইকেল) ১৬৭, সবুজ মিস্ত্রি (হাঁস) ১৬১, আব্দুস সালাম সরদার (কলম) ১৫৩ ও নুরুজ্জামান সানা(হাতপাখা) ১৪২।