পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় আইপিএল ক্রিকেট খেলা(জুয়া) কে কেন্দ্র করে এক যুবক আত্মহত্যার চেষ্টা করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ দুই যুবককে আটক করেছে। আটককৃত শেখ আহাদ(২২) উপজেলার চাঁদখালী ইউনিয়নের চককাওয়ালী গ্রামের শেখ জুলফিকার আলীর ছেলে ও পলাশ সরদার (২৫) একই এলাকার আজাদ সরদারের ছেলে। ওসি এজাজ শফি জানান আটক দুই যুবক সহ এলাকার কয়েক জন ব্যক্তি চলতি আইপিএল ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ৯ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত চাঁখালী বজারের জৈনক ব্যক্তির চায়ের দোকানে বেটিং জুয়া খেলা হতো। জুয়া খেলায় পলাশ আহাদের নিকট থেকে ১লাখ ৪০ হাজার টাকা ধার নেয়। যে টাকা জুয়া খেলায় হেরে যায়। পরে আহাদ তার টাকা চাইলে পলাশ দিতে পারবেনা বলে জানিয়ে দেয়। এছাড়া অন্যান্যদের কাছে বাকিতে জুয়া খেলে দেনা হয় আহাদ। ধারের টাকা দিতে অস্বীকার করায় এবং জুয়া খেলে দেনা হয়ে যাওয়াই আহাদ গত ১৩ এপ্রিল সকালে গলাই ফাস লাগাইয়া আত্মহত্যার করার চেষ্ঠা করে। পরে পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিলে আহাদ বেঁচে যায়। এঘটনায় থানার এসআই সুজিত ঘোষ বাদী হয়ে আটক দুইজনসহ ২৫-৩০ জনকে অগ্যাত আসামি করে থানায় মামলা করেছে। ওসি এজাজ শফি জানান আসামি দুই জনকে শনিবার আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করে।
(ঊষার আলো-এমএনএস)