UsharAlo logo
সোমবার, ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পাওয়ার কার লাইনচ্যুত, দেরিতে ছাড়ল সিল্কসিটি

ঊষার আলো
জুলাই ৬, ২০২২ ১২:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজশাহী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হয়েছে। বুধবার (০৬ জুলাই) ভোর সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় আধা ঘণ্টা দেরিতে ঢাকার উদ্দেশে রাজশাহী ছেড়ে গেছে ট্রেনটি।

পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) অসীম কুমার তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোর ৫টা ২৫ মিনিটে পাওয়ার কারের চারটি চাকা লাইনচ্যুত হয়। এটি উদ্ধারে ঈশ্বরদীর রিলিফ ট্রেন ডাকা হয়। রিলিফ ট্রেনে পাওয়ার কার উদ্ধারে প্রায় ঘণ্টা তিনেকের মতো সময় লাগত।

তবে ঈদযাত্রা বিবেচনায় রাজশাহীর টুলভ্যান ডাকা হয়। সন্দেহ ছিল টুলভ্যান দিয়ে এত ভারী কোচ তোলা যাবে কি না। রেম্প দিয়ে পাওয়ার কার উদ্ধারে পরামর্শ দেন রেলকর্মীরা। এক্ষেত্রে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কাও ছিল।তাই তিনি দায়িত্ব নিয়ে উদ্ধার কাজ শুরুর নির্দেশ দেন। প্রথম দফায় রেলকর্মীরা রেম্পের মাধ্যমে ইঞ্জিন দিয়ে ধাক্কা দিয়ে কোচটি উঠাতে ব্যর্থ হন। পরের বারের চেষ্টায় সকাল পৌনে ৭টার দিকে লাইনচ্যুত পাওয়ার কার উদ্ধার হয়।

তিনি আরও জানান, এই দুর্ঘটনার কারণে রাজশাহী রেলওয়ে স্টেশনে কোনো ট্রেনের যাত্রা বিলম্ব হয়নি। সিল্কসিটি ট্রেনটি নির্ধারিত সময়ের প্রায় আধা ঘণ্টা পর সকাল পৌনে ৯টার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।

ঊষার আলো-এসএ