UsharAlo logo
বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তান ক্রিকেট দলে নতুন কোচ, টিম ম্যানেজমেন্টে আরও পরিবর্তন

usharalodesk
এপ্রিল ৯, ২০২৪ ১২:১৩ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক :নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নতুন কোচের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টিম ম্যানেজমেন্টে বড় পরিবর্তন আনা হয়েছে।

সাবেক অলরাউন্ডার আজহার মেহমুদকে প্রধান কোচ নিয়োগ করা হয়েছে। আজহার পাকিস্তানের জার্সি গায়ে দিয়ে ১৬৪ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। উইকেট পেয়েছেন ১৬২ টি, রান করেছেন ২৪২১। খবর ক্রিকেট পাকিস্তানের।

আজহার মেহমুদের কোচিংয়ের অভিজ্ঞতাও রয়েছে। ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত পাকিস্তান ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেন তিনি।

সাবেক পেসার ওয়াহাব রিয়াজকে সিনিয়র টিম ম্যানেজার করা হয়েছে। এক সময়ের সেরা ব্যাটার মোহাম্মদ ইউসুফকে ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। সাঈদ আজমল স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করবেন। টিম ম্যানেজার করা হয়েছে মনসুর রানাকে, আফতাব খানকে ফিল্ডিং কোচ করা হয়েছে।

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান একাদশ আজ ঘোষণা করা হবে। গাদ্দাফি স্টেডিয়ামে মিডিয়া কনফারেন্স করে এ ঘোষণা দেওয়া হবে।

ঊষার আলো-এসএ