UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাটকল শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ১২ এপ্রিল সাংবাদিক সম্মেলন

ঊষার আলো
এপ্রিল ১০, ২০২১ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের এক সভা শনিবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় অস্থায়ী কার্যালয়ে সংগঠনের আহ্বায়ক এড. কুদরত-ই-খুদার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সদস্য সচিব ও সিপিবি কেন্দ্রীয় সদস্য এস এ রশীদের সঞ্চালনায় বক্তব্য রাখেন পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এড. আ ফ ম মহসীন, বাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চেীধুরী সোহেল, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা সভাপতি মোজাম্মেল হক খান, ইউনাইটেড কমিউনিস্ট লীগ খুলনা জেলা সাধারণ সম্পাদক ডাঃ সমরেশ রায়, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু, ইউসিএলবি’র খুলনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আনিসুর রহমান মিঠু, ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহ্বায়ক আল আমিন শেখ, বদলী শ্রমিকনেতা শামস শারফিন শ্যামন প্রমুখ। সভায় রাষ্ট্রায়ত্ত পাটকলের বদলী, দৈনিক ভিত্তিকসহ শ্রমিকদের বকেয়া পরিশোধ, অবিলম্বে পাটকল চালু, আধুনিকায়ন, রমযানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও লকডাউনে অসহায় দরিদ্রের মাঝে খাদ্য সহায়তা প্রদানসহ ১৪ দফা দাবিতে আগামী ১২ এপ্রিল সোমবার বেলা ১১টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সাংবাদিক সম্মেলনে সকল সাংবাদিকদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানান হয়।

(ঊষার আলো-এমএনএস)