ঊষার আলো ডেস্ক : ইনিশিয়েট ফর রাইট ভিউ (আইআরভি)র উদ্যোগে পানি ব্যবস্থাপনায় নেটওয়ার্কের ভূমিকা, চ্যালেঞ্জ ও উপায় শীর্ষক কর্মশালা বুধবার (০৩ আগস্ট) সকালে লায়ন্স ক্লাবে অনুষ্ঠিত হয়। নাগরিক নেতা এড. কুদরত ই খুদার সভাপতিত্বে আইআরভির নির্বাহী পরিচালক মেরিনা যুথির সঞ্চলনায় কী নোট পেপার উপাস্থাপন করেন সংস্থার সমন্বয়কারী কাজী জাভেদ খালিদ জয়। অতিথি হিসেবে ছিলেন বাপা’র এড. বাবুল হাওলাদার, নারী নেত্রী রোজী রহমান ও এড. তসলিমা খাতুন ছন্দা।
অন্যান্যের মধ্যে অংশ নেন এড. জাহাঙ্গীর আলম সিদ্দিকী, মাহবুব আলম বাদশা, খলিলুর রহমান সুমন, রনি মাহমুদ, নাজমুল হাসান হৃদয়, শিরিন পারভীন, তানজিম আহমেদ, মঞ্জুর পান্নু প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পরিবেশ রক্ষা করতে হবে। করতে হবে সবাইকে আরো সচেতন।