UsharAlo logo
শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

পাবনায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঊষার আলো
নভেম্বর ২৪, ২০২২ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: পাবনার আটঘরিয়া উপজেলায় পিকআপের ধাক্কায় সোহেল রানা (৪০) নামে এক মোটরমাইকেল আরোহী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে পাবনা-চাটমোহর সড়কের আটঘরিয়া উপজেলার বাওইকোলা মোড় নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।নিহত সোহেল রানা (৪০) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বালিয়াশিসা গ্রামের আজিম উদ্দিন মালিথার ছেলে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মোটরসাইকেল আরোহী সোহেল সকালে পাবনার দিক থেকে চাটমোহরের দিকে যাচ্ছিলেন। বাওইকোলা মোড় নামক স্থানে বিপরীত দিক থেকে আসা পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সোহেল রানা নিহত হন।

খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।ওসি জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকলে মানবিক দৃষ্টিকোণ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হবে।

ঊষার আলো-এসএ