UsharAlo logo
মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পায়রায় ক্লিংকার ও কোল আনলোডারবাহী ২টি জাহাজের সফল নোঙ্গর

পটুয়াখালী প্রতিনিধি
জানুয়ারি ২৩, ২০২৪ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

পায়রা সমুদ্র বন্দরের ইনার জেটিতে নোঙ্গর করেছে মেঘনা গ্রুপের ৫৪ হাজার ৪০০ মেট্রিকটন ক্লিংকারবাহী মাদার ভেসেল এম ভি মেঘনা ভেনাস।ভিয়েতনাম থেকে আসা মাদার ভেসেলটি থেকে ক্লিংকার লাইটারে করে সোমবার আনলোড শুরু হয়েছে।

একই বন্দরে নোঙ্গর করেছে সিঙ্গাপুর থেকে আসা মাদার ভেসেল এম ভি জিন ঝু জিয়াং ৮৮। এ জাহাজে করে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জেটির জন্য কোল আনলোডার ক্রেন আনা হয়েছে। এ ক্রেনটির ওজন ১৩৬৫ দশমিক ৮১ মেট্রিকটন।

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ পরিচালক আজিজুর রহমান জানান, মেঘনা গ্রুপের বিশাল জাহাজটি গত ২০ জানুয়ারী বন্দরের আউটারে আসে। গতকাল জাহাজটি বন্দরের প্রথম জেটির ইনারে নোঙ্গর করার পর লাইটার জাহাজে করে ক্লিংকার আনলোড শুরু হয়েছে।

এছাড়া সিঙ্গাপুর থেকে আসা এম ভি জিন ঝু জিয়াং ৮৮ জাহাজটি বন্দরে নোঙ্গর করেছে ২১ জানুয়ারি। জাহাজটি আজ তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়লে জাহাজ থেকে কোল আনলোডার নামানো শুরু হয়েছে। এ নিয়ে এ বিদ্যুৎ কেন্দ্রে নির্মিত দ্বিতীয় ইউনিটের জন্য জাহাজ থেকে কয়লা আপলোডের দ্বিতীয় আনলোডার ক্রেন আনা হয়েছে।