ঊষার আলো ডেস্ক : শুক্রবার (১১ নভেম্বর) সকালে খালিশপুর ১১নং ওয়ার্ড পিপলস্ নিউ’কলোনীতে বসবাসরত মানুষের সুপেয় পানির চাহিদা মিটানোর লক্ষ্যে নতুন টিউবওয়েল স্থাপন করলেন ১১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবুল কালাম কাজল। দীর্ঘদিন টিউবওয়েলটি নষ্ট থাকায় এলাকাবাসী সুপেয় পানির কষ্টে ভূগছিলেন। ভুক্তভোগীদের আবেদনের প্রেক্ষিতে তিনি নিজ খরচে এ টিউওয়েলটি স্থাপন করেন। এ সময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাবেক ছাত্র নেতা আবুল কালাম কাজল এলাকায় টানা চার বছর মাঠে জনগণের কাছে গিয়ে বিভিন্ন ধরনের ত্রানসামগ্রী বিতরণ ও সামাজিক উন্নয়ন মূলক কাজ করে নির্বাচনী মাঠ ধরে রাখতে সক্ষম হয়েছেন। এলাকায় তিনি সুখে দুখে সর্বদা জনগণের পাশে থেকে সুনাম অর্জন করেছেন।