UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরের কাউখালীতে মাদকসহ পলাতক আসামি গ্রেফতার

ঊষার আলো
মে ২৮, ২০২১ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে শুক্রবার (২৮ মে) গভীর রাতে নারী নির্যাতন ও মাদক মামলার ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোসনতারা এলাকায় অভিযান চালালে ইয়াবা ও গাজাঁসহ ৩ আসামিকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, আইরন গ্রামের আজিজ খানের ছেলে খায়রুজ্জামান উজ্জল (২১), আসপদ্দি গ্রামের গোলাম মোস্তফার ছেলে আল আমিন হোসেন সাগর ও জাকির খানের ছেলে সফিকুল ইসলাম (১৯)।
এ বিষয়ে কাউখালী থানার নবাগত অফিসার ইনচার্জ বনী আমিন জানান, খায়রুজ্জামান উজ্জল এর বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা আছে। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। আল আমিন হোসেন সাগরের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে একটি মামলা রয়েছে। আমরা অভিযান চালিয়ে গভীর রাতে তাদেরকে গ্রেফতার করি ও সকালে তাদেরকে পিরোজপুর জেল হাজতে প্রেরন করা হবে।

(ঊষার আলো-এমএনএস)