UsharAlo logo
মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

পিরোজপুরে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি, রোগীরা দিশেহারা

ঊষার আলো
এপ্রিল ১৮, ২০২১ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি : কাউখালীতে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। রবিবার(১৮এপ্রিল) হাসপাতালে অর্ধশত ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। প্রতিদিন গড়ে ৩০-৪০ জন ডায়ারিয়ায় আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন অঞ্চলে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে কয়েকশত মানুষ। উপজেলা হাসপাতাল ও ক্লিনিকে ঠাই নেই ডারিয়ার রোগী রাখার। হাসপাতালের মেঝে, বারান্দাসহ যে যেখানে যেভাবে পারছেন ডায়ারিয়া রোগের চিকিৎসা নিচ্ছেন। যার কারনে রোগীসহ রোগীর আত্মীয় স্বজনরা দিশেহারা হয়ে পড়ছে। হাসপাতালে খাবার স্যালাইন থাকলেও আইভি স্যালাইনের তীব্র সংকট দেখা দিয়েছে। যেখানে একটি রোগীর ৭ থেকে ৮টি আইভি স্যালাইন প্রয়োজন সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ মাত্র নামমাত্র ২/৩টি স্যালাইন দিয়ে বাকী স্যালাইন বাইরে থেকে কিনে নিতে বলেন। বাহিরের ঔষধের দোকানগুলোতে হঠাৎ করে আইভি স্যালাইনের চাহিদা বেরে যাওয়ায় আইভি স্যালাইনের সংকট দেখা দিয়েছে দোকানগুলোতে। আত্মীয় স্বজনরা আইভি স্যালাইন সংগ্রহে হিমশিম খাচ্ছে। উপজেলার প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলোতে ডায়রিয়া রোগীর প্রাদুর্ভাব সবচেয়ে বেশি দেখা যায়। উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান জানান, অতিরিক্ত গরমের কারনে খাবার দাবার সঠিক না হওয়ায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। আইভি স্যালাইন সংকট সম্পর্কে জানান, রোগীদের যে পরিমাণ আইভি স্যালাইন দেয়া প্রয়োজন সেই পরিমাণ স্যালাইন স্টকে না থাকায় বাহির থেকে ক্রয় করতে বলা হয়।

(ঊষার আলো-আরএম)