UsharAlo logo
শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পিরোজপুরে তুচ্ছ দু’টি ঘটনায় সাত বছরের শিশুসহ নারী নির্যাতন

ঊষার আলো
এপ্রিল ১১, ২০২১ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি শিশুকে নির্যাতন করে মাথা ফাটিয়ে রক্তাক্ত করে। শিশুটি কাউখালী হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। জানাগেছে, উপজেলার মুক্তারকাঠী গ্রামের মৃত খলিল হাওলাদারের ছেলে লিমন হোসেন (৭) কে গত শুক্রবার দুপুরে মুক্তারকাঠী খালে একটি কলাগাছ নিয়ে সাতার কাটা নিয়ে কেন্দ্র করে পার্শ্ববর্তী বড় বিড়ালজুরী গ্রামের মৃত শাহাদাত হোসেনের ছেলে লালচান রাকিব তার কলাগাছ বলে দাবী করে খাল থেকে উপরে উঠতে বলে। একপর্যায়ে লিমন উপরে না উঠলে তাকে টেনে ধরে উপরে উঠিয়ে দোকানের কাঠের সাথে মাথায়
আঘাত করে। পরে আত্মরক্ষার্থে শিশুটি খালে ঝাঁপ দিলে মাথায় ইটের টুকরা মেরে মাথা ফাটিয়ে দেয়। শিশুটির আর্ত চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কাউখালী হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে কাউখালী থানায় অভিযোগ করলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার মোজাম্মেল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অপরদিকে শিয়ালকাঠী গ্রামে শুক্রবার সকালে শিশুদের কোলাহলকে কেন্দ্র করে এক হামলায় মঞ্জু বেগম (৫৫) নামে এক নারী আহত হয়েছেন। জানাগেছে, শিয়ালকাঠী গ্রামের মোল্লা বাড়ির শিশুদের কোলাহল নিয়ে মোঃ সাইদুল সিকদার ও তার স্ত্রীর অতর্কিতভাবে হামলা চালায়। হামলায় একইবাড়ির সুলতান মোল্লার স্ত্রী মঞ্জু বেগম আহত হয়। হামলায় মঞ্জু বেগমের মাথাসহ শরীরের ভিবিন্ন স্থানে রাক্তাক্ত জখম হয়। তাকে চিকিৎসার জন্য কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)