UsharAlo logo
সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পিরোজপুরে ইদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কর্মচারীর মৃত্যু, মালিক আটক

usharalodesk
আগস্ট ৬, ২০২১ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি পিরোজপুরের  কাউখালীতে এক ব্যবসায়ীর দোকানে বিদ্যুতের তার দিয়ে ইদুর মারার ফাঁদ পাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার) সকালে উপজেলার দক্ষিন বাজারে কুন্ড স্টোর নামে একটি কীটনাশকের দোকানে এঘটনা ঘটে। এতে দোকান মালিক বাসুদেব কুন্ডকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলার দক্ষিন বাজারে কুন্ড স্টোর নামে একটি কীটনাশকের দোকান বন্ধ করার আগে বিদ্যুতের তার দিয়ে ইদুর মারার ফাঁদ পেতে যায় মালিক বাসুদেব কুন্ড। এরপর সকালে দোকান খুলে বেচাকেনা শুরু করেন মালিক বাসুদেব কুন্ড। এসময় কর্মচারী চিরাপাড়া গ্রামের শাহজাহান মাজির ছেলে দুলাল মাঝি (২৫) মালামাল বাহির করতে গেলে ইদুর মারার সেই ফাঁদে(বিদ্যুতের তারে) পা লেগে যায়।

এরপর গুরতর আহত দুলালকে ওই দোকান ঘর থেকে বের করে বাহিরে ফেলে রাখে পাষন্ড বাসুদেব। এসময় স্থানীয় চকিদার নজরুল ইসলাম আহত দুলালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। কাউখালী বিদ্যুৎ বিভাগের ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, এঘটনায় অভিযুক্ত দোকান মালিককে গ্রেফতার করা হয়েছে। বিদ্যুতের তার দিয়ে ইদুর মারার বিষয়টি আমরা আইনানুগ ব্যবস্তা নিবো।

(ঊষার আলো-আরএম)