UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ঊষার আলো
জুলাই ৬, ২০২১ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে জাতীয় পার্টি জেপি’র সভাপতি ও প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাণুরাগী, বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মাস্টার মাহাবাবুর রহমানের (৭৫) সোমবার গভীর রাতে তার নিজ বাসবভনে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল (ইন্নালিল্লাহে…… রাজেউন) করেন। তাকে মঙ্গলবার উপজেলা কোর্ট বিল্ডিং চত্বরে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাযা শেষে তার গ্রামের বাড়ি সাহাপুরার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় রাষ্ট্রের পক্ষে উপস্থিতি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খালেদা খাতুন রেখা ও থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বনি আমিন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

(ঊষার আলো-আরএম)