UsharAlo logo
বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পিলখানা হত্যাকাণ্ডে মামলা করতে যাচ্ছে ভুক্তভোগী পরিবার

ঊষার আলো ডেস্ক
আগস্ট ২৪, ২০২৪ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

২০০৯ সালে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় আগামীকাল রোববার (২৫ আগস্ট) মামলা করতে যাচ্ছে ভুক্তভোগী একটি পরিবার।

এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন মাজিস্ট্রেট আদালতে একটি আর্জি পেশ করবেন হত্যাকাণ্ডের ঘটনায় বন্দি হয়ে কারাগারে মারা যাওয়া ডিএডি আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ।

এ মামলায় কারাগারের ভেতরে ডিএডি আব্দুর রহিমের রহস্যজনক মৃত্যুর বিষয়টি তদন্ত চাওয়া হবে।

এ বিষয়ে আগামীকাল এই আইনজীবী সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে।২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি তৎকালীন বাংলাদেশ রাইফেলসের সদর দফতর পিলখানাকে রক্তে রঞ্জিত করে একই বাহিনীর কিছু বিপথগামী সদস্য। তাদের হাতে দেশের মেধাবী সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে প্রাণ দিতে হয়।

এ হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় দুটি ভাগে বিচার কাজ চলছে। এর মধ্যে বিস্ফোরক আইনে করা মামলার বিচার প্রায় শেষ পর্যায়ে। আর হত্যার অভিযোগে নিম্ন আদালত ও হাইকোর্টে করা মামলার বিচার সম্পন্ন হয়েছে।

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিয়ে নতুন করে সরব হয়েছে ভুক্তভোগী পরিবারগুলো। ইতোমধ্যে নিহত সেনা অফিসারদের পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেছেন। এই হত্যাকাণ্ডের জন্য তারা সরাসরি তৎকালীন আওয়ামী লীগ সরকারকে দায়ী করেছেন।