ঊষার আলো প্রতিবেদক : মাহে রমযান উপলক্ষে এবং কোভিড-১৯ নিয়ন্ত্রণে লকডাউনে সর্বসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকল্পে খুলনা জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ খুলনার সহযোগিতায় বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন খুলনা বিভাগীয় কমিটি ও খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র আয়োজনে ২১ হাজার ডিম বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) ১০ম দিনে ভ্রাম্যমান পিক-আপে ডালমিল মোড়, কেডিএ এভিনিউ, ময়লাপোতা ও ডিএলও অফিস, জেলা প্রশাসক কার্যালয়ে, আওয়ামী লীগ কার্যালয়ের সম্মুখে এ ডিম খুচরা-পাইকারী প্রতিপিস ৫ টাকা মূল্যে খুলনাবাসীর নিকট তুলে দেন বিপিআইএ-এর কেন্দ্রীয় প্রচার-প্রকাশনা সম্পাদক ও খুলনার মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন। এ সময়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ রঞ্জিতা চক্রবর্ত্তী, প্রকল্প কর্মকর্তা মোঃ নওয়াজিস খান তারিক, মোঃ আঃ জলিল ও পোল্ট্রি সমিতির যুগ্ম মহাসচিব তপন পাল, শাহ জাফর মাহমুদ মেহেতা, মোঃ আব্দুর রাজ্জাক, মেহেদী হাসান ও বিশ্বজিৎ তরফদার উপস্থিত ছিলেন।
(ঊষার আলো-আরএম)