UsharAlo logo
রবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পোল্ট্রি শিল্প মালিক সমিতির বটিয়াঘাটা উপজেলা আহবায়ক কমিটি গঠন

pial
অক্টোবর ৯, ২০২২ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

প্রেস রিলিজ : বিপিআইএফ-এর খুলনা বিভাগীয় কমিটি:- খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির বটিয়াঘাটা উপজেলার পোল্ট্রি খামারী- ব্যবসায়ীদের সম্মেলন ০৮ অক্টোবর’২০২২ শনিবার বিকাল ৩টায় বৃত্ত খলিসাবুনিয়াস্থ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন হাসপাতাল চত্ত্বরে বিশ্বজিত তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সংগঠনের বিভাগীয় সভাপতি আলহাজ্ব মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ, সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ মামুনুর রহমান, প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিম, নির্বাহী সদস্য শাহ জাফর মাহমুদ মেহেতা, শেখ আইনূল হক উপস্থিত ছিলেন। বিশেষ মেহমান হিসাবে বটিয়াঘাটা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ কান্তি দাস, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক এস.এম ওবায়দুল্লাহ ও খান জাকির হোসাইন জুয়েল উপস্থিত থেকে বক্তৃতা করেন।

সম্মেলন উদ্বোধন ও মতামতের ভিত্তিতে আহবায়ক কমিটিতে সমীরণ হালদারকে আহবায়ক ও বিশ্বজিত তরফদারকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন সমিতির বিভাগীয় সমন্বয়কারী মহাসচিব প্রাণি প্রেমী এস,এম সোহরাব হোসেন।

সম্মেলনে খামারীরা তাঁদের উৎপাদিত মুরগীর ডিম, মাংস ও দুধের ন্যায্য মূল্য নিশ্চিতকল্পে চাহিদার আলোকে উৎপাদন-সরবরাহের দাবী করেন। দেশী-বিদেশী বহুজাতিক কোম্পানীর মুরগীর চাষের অনুমতি বাতিল, পাইকারী বাজার স্থাপন, খামারে বীমা প্রথা চালু, প্রান্তিক খামারীদের পরিচয় সনাক্তকরণ শেষে সুদ মুক্ত ঋণের ব্যবস্থা গ্রহনের আহবান জানান।

অন্যান্যদের বক্তৃতা ও আহবায়ক কমিটিতে আছেনঃ নিত্যানন্দ সরকার, মৃণাল রায়, দিলীপ সরদার, নিত্যানন্দ সরদার, সুজিত রায়, রামপ্রসাদ রায়, মণিশংকর রায়, খোকন রায়, রাজিব হালদার, নিউটন সরদার, চিন্ময় রায়, পাপিয়া বৈদ্য, লাকি গাইন ও পলাশ রায়।

(ঊষার আলো-এফএসপি)