UsharAlo logo
শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

koushikkln
অক্টোবর ৬, ২০২২ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

গত ০৩ সেপ্টেম্বর ২০২২) খ্রি: তারিখে অনলাইন পত্রিকা দৈনিক শিক্ষায় (dainikshiksha.com) এ দৈনিক আমাদের বার্তার “স্কুলে না গিয়ে শ্রেষ্ঠ শিক্ষক” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি সম্পূর্ণ অসত্য, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। হেয় প্রতিপন্ন ও শিক্ষক হিসেবে সুনাম নষ্ট করার জন্য স্বার্থন্বেষী মহল আমার বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হয়ে এ সংবাদটি প্রকাশ করেছে। আমি ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

দীর্ঘ ১৯ বছর যাবত চাকুরী জীবনে একজন শিক্ষক হিসেবে আমার উপর অর্পিত সকল দায়িত্ব সততা,নিষ্ঠা ও সুনামের সাথে যথাযথভাবে পালনের চেষ্টা করি। আমি দক্ষতার সাথে প্রাথমিক বিজ্ঞান বিষয়ের প্রশিক্ষক হিসাবে মাল্টিমিডিয়া ব্যবহার করে(০৫টি) ব্যাচ প্রশিক্ষণ দিয়েছি। এছাড়াও অন্যান্য বিষয়ে প্রশিক্ষক হিসেবে কাজ করেছি। শ্রেণীতে মাল্টিমিডিয়া ব্যবহার করে পাঠদান করি। বিদ্যালয়ের জুলাই/২০২০ হইতে প্রধান শিক্ষক না থাকায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে বিভিন্ন সময় দাপ্তরিক কাজে শিক্ষা অফিসে গমন করতে হয়। যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিতসহ আমি বিদ্যালয়ের নামে বরাদ্দকৃত অর্থ বিধি মোতাবেক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে খরচ করি। আমার সফলতায় স্বার্থন্বেষী মহল ঈর্ষান্বিত হয়ে আমার সম্মান ক্ষুন্ন করার জন্য অসত্য ছাপাতে ইন্ধন যুগিয়েছে। উক্ত অসত্য, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মোঃ গোলাম আজম
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
উত্তর খুলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
তেরখাদা,খুলনা।

 

ঊষার আলো-বি ০১/২২