UsharAlo logo
শনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে উৎপাদন ব্যবস্থাকে পুনর্বিন্যাসে গুরুত্বারোপ

ঊষার আলো ডেস্ক
মে ২৩, ২০২৫ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

খুবিতে ২য় ন্যাশনাল ওয়ান হেলথ ইয়ুথ সিম্পোজিয়াম উদ্বোধন

খুলনা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দু’দিনব্যাপী ২য় ন্যাশনাল ওয়ান হেলথ ইয়ুথ সিম্পোজিয়াম-২০২৫। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিএসটিইউ) ইন্টারন্যাশনাল ভেটেরিনারি স্টুডেন্ট এসোসিয়েশন (আইভিএসএ) এর যৌথ উদ্যোগে এ সিম্পোজিয়াম আয়োজন করা হয়। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের কোলাবরেশনের অংশ হিসেবে আয়োজিত এ সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠান আজ ২৩ মে (শুক্রবার) সকাল ৯টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। চিফ প্যাট্রন হিসেবে বক্তব্য রাখেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ান হেলথ বাংলাদেশের জাতীয় কো-অর্ডিনেটর ও চিটাগং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ড. প্রফেসর নীতিশ চন্দ্র দেবনাথ, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান ও বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থার জাতীয় পরামর্শক ড. মোঃ হাবিবুর রহমান। আরও বক্তব্য রাখেন পিএসটিইউ’র আইভিএসএ’র সভাপতি আবু সাঈদ ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের আইভিএসএ’র সভাপতি মোঃ আমিম আল মারুফ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষিবিদদের কার্যকর গবেষণার ফলেই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তবে কোয়ালিটির প্রশ্নে এখনো কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। জমিতে অতিমাত্রায় কেমিক্যাল, এন্টিবায়োটিক ও নাইট্রোজেন সার ব্যবহারে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। টেকসই ও নিরাপদ কৃষি নিশ্চিত করতে হলে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে উৎপাদন ব্যবস্থাকে পুনর্বিন্যাস করতে হবে।
“ওয়ান হেলথ” ধারণার গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, এটি মানব, প্রাণী ও পরিবেশ- এই তিনটি উপাদানের স্বাস্থ্যকে একটি সমন্বিত কাঠামোয় বিবেচনা করে। এর ফলে একটিতে সমস্যা দেখা দিলে অপর দুটি ক্ষেত্রেও তার প্রভাব পড়ে। স্বাস্থ্য সচেতনতা, প্রতিরোধমূলক উদ্যোগ এবং নেতৃত্ব বিকাশে এই ধারণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই সিম্পোজিয়ামের মূল লক্ষ্য হচ্ছে তরুণদের সম্পৃক্ত করে ওয়ান হেলথ চিন্তাধারাকে বিস্তৃত করা এবং টেকসই, উদ্ভাবনী সমাধানের পথ উন্মোচন করা।
বক্তারা জুনোটিক রোগ, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্যের উপর জোর দিয়ে বলেন, এই চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত প্রচেষ্টাই হতে পারে কার্যকর সমাধান।
উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসী মিতি ও মোঃ সায়েম রহমান মুন। উদ্বোধনী পর্ব শেষে শুরু হয় টেকনিক্যাল সেশন। সিম্পোজিয়ামে খুলনা বিশ্ববিদ্যালয়সহ দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ জন শিক্ষার্থী ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করছেন। কর্মসূচিতে রয়েছে সায়েন্টিফিক ওয়ার্কশপ, পোস্টার প্রেজেন্টেশন, লিডারশিপ ট্রেনিং ও অভিজ্ঞতা বিনিময়মূলক নানা আয়োজন।

ঊআ-বিএস