UsharAlo logo
শনিবার, ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রগতিশীল গণসংগঠনসমূহের সিপিবির সভা

koushikkln
জুলাই ১৪, ২০২২ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আগামী ৩১ জুলাই কমরেড রতন সেনের ৩০তম হত্যাবার্ষিকী পালন উপলক্ষে প্রগতিশীল গণসংগঠনসমূহের এক সভা বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় সিপিবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) খুলনা জেলা সভাপতি এইচ এম শাহাদতের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি কমরেড ডাঃ মনোজ দাশ, কৃষক সমিতির জেলা সাধারণ সম্পাদক এস এ রশীদ, উদীচী জেলা সাধারণ সম্পাদক আকবর হোসেন, টিইউসি মহানগর সভাপতি রঙ্গলাল মৃধা, যুব ইউনিয়নের জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী, মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু প্রমুখ। সভায় আগামী ৩১ জুলাই কমরেড রতন সেনের ৩০তম হত্যাবার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়।

অপরদিকে খুলনা মহানগরীর ২৭নং ওয়ার্ড শাখার এক সভা সন্ধ্যা সাড়ে ৭টায় পার্টির অস্থায়ী কার্যালয়ে শাখা সদস্য কমরেড গোলাম রব্বানির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি মহানগর সাধারণ সম্পাদক কমরেড এড. নিত্যানন্দ ঢালী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবি নেতা কমরেড বীর মুক্তিযোদ্ধা কিংশুক রায়, কমরেড বীর মুক্তিযোদ্ধা সরকার ভূষণ চন্দ্র তরুণ, কমরেড এড. সুব্রত কু-ু, কমরেড হরিপদ দেবনাথ, কমরেড মহেন্দ্র নাথ সেন, কমরেড ধীমান বিশ্বাস প্রমুখ।